Wellcome to National Portal
Main Comtent Skiped

welcome message

Welcome to the website of Directorate of Women Affairs, Comilla. Parikar Directorate of Women Affairs, Comilla is committed to making civic services accessible. The main purpose of creating this web portal is to provide the necessary information online about the City Corporation of Comilla district and the citizens of 17 upazilas, Directorate of Women Affairs, Comilla. Through this web portal, an opportunity has been created for people to know about the services and activities of this office and to give their important opinions/suggestions.
Contact Address: North Chartha, S B Ali Road, South Side of Hochhamia High School and North Side of Taltala and Chaumuhani.

Title
মহিলা প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপ পরিচালকের কার্যালয়

  মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিলস্না

web:dwa.gov.bd

 

মহিলা প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি

            উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিলস্না কর্তৃক পরিচালিত জীবিকায়নের জন্য মহিলাদের দÿতা ভিত্তিক প্রশিÿণ কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরের (এপ্রিল/202১ - জুন/202১) ৩য় ব্যাচে নিম্নবর্ণিত ০৫ (পাঁচ) টি ট্রেডে প্রশিক্ষণার্থী ভর্তির জন্য শুধু মাত্র মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে দরখাসত্ম আহবান করা যাচ্ছে।

প্রশিক্ষণ কোর্সের বিবরণ

ক্রঃ নং

ট্রেড কোর্সের নাম

কোর্সের মেয়াদ

আসন সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা

বয়স সীমা

০১।

কম্পিউটার

০৩ মাস

২০ জন

সণাতক /এইচ.এস.সি/ এস.এস.সি পাস

১৬ হতে ৪৫ বৎসর

০২।

বিউটিফিকেশন

০৩ মাস

২০ জন

এস.এস.সি/অষ্টম শ্রেণী/সমমান পাস।

১৬ হতে ৪৫ বৎসর

০৩।

আধুনিক  দর্জি  বিদ্যা  (সেলাই)

০৩ মাস

২০ জন

এস.এস.সি/অষ্টম শ্রেণী/সমমান পাস।

১৬ হতে ৪৫ বৎসর

০৪।

বস্নক-বাটিক

০৩ মাস

২০ জন

এস.এস.সি/অষ্টম শ্রেণী/সমমান পাস।

১৬ হতে ৪৫ বৎসর

০৫।

সূচি  শিল্প  (হাতের কাজ)

০৩ মাস

২০ জন

এস.এস.সি/অষ্টম শ্রেণী/সমমান পাস।

১৬ হতে ৪৫ বৎসর

 

 

ভর্তি শর্তাবলীঃ

১।   ভর্তি ইচ্ছুক প্রার্থীগণকে নিমণস্বাÿরকারীর দপ্তর (উপপরিচালক কার্যালয়, উত্তর চর্থা, কুমিল্লা)  হতে ফরম সংগ্রহ করতে হবে এবং  যথাযথভাবে পূরণ করে আগামী ২১/০৩/২০২১ খ্রি: তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে  হবে।

 

২।     খামের উপরে প্রশিক্ষণ কোর্সের/ট্রেডের নাম উলেস্নখ করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, আবেদনকারীর সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি/ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।

 

৩।    বাংলাদেশের যে কোন এলাকা বা অঞ্চলের আগ্রহী মহিলা প্রার্থীগণ উপরোক্ত প্রশিক্ষণ কোর্সের ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

 

৪।     নির্বাচিত প্রশিক্ষণার্থীদের হাজিরার ভিত্তিতে দৈনিক ১০০/- হারে ভাতা দেয়া হবে। ভর্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

 

৫।     প্রশিক্ষণে ভর্তি ইচ্ছুক মহিলাদেরকে শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তালাকপ্রাপ্ত/দুস্থ ও অসহায়/বিধবা/স্বামী পরিত্যাক্ত মহিলাগণ ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। কোন সংক্রামক বা ছোঁয়াচে/অমত্মসত্বা/রোগাক্রামত্ম মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই।

 

৬।    প্রশিক্ষণ চলাকালীন সময় প্রশিক্ষণার্থীদের কোন আত্মীয়-স্বজন এবং শিশু সমত্মান তার সাথে থাকতে পারবে না।

 

৭।     প্রশিক্ষণ কেন্দ্রে নির্ধারিত কারিকুলাম/সিলেবাস বা রম্নটিন অনুযায়ী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে সকল প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে বিধি-বিধান ও প্রশিক্ষণ কর্মসূচির নিয়ম-শৃঙ্খলা প্রশিক্ষণার্থীদেরকে মেনে চলতে হবে।

 

৯।     ২১/০৩/২০২১ খ্রি: তারিখের পর অফিস চলাকালীন সময় মৌখিক পরিক্ষার সময় ও তারিখ জেনে নিতে হবে।

 

১০।   আগামী ০১/০৪/২০২১ তারিখ রোজঃ  বুধবার সকাল ০৯.৩০ ঘটিকা হতে প্রশিক্ষণ/ক্লাস শুরম্ন হবে।

 

১১।  প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকালে মাসিক ও চূড়ামত্ম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদপত্র/সার্টিফিকেট প্রদান করা হবে।

 

১২।   বিসত্মারিত যে কোন তথ্যের জন্য ফোন নম্বরঃ ০৮১-৭৬০৫৭,  ০১৭১২-৭৩৯৭৭৬ তে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

 

 

 

                                                                                                 

 (মোছা: কানিজ তাজিয়া)

উপপরিচালক

মহিলা বিষয়ক অধিদপ্তর

কুমিলস্না।

                                                                                    Email: comilladwao@gmail.com

 

 

অনুলিপিঃ    

১। মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।

২। জেলা প্রশাসক, কুমিলস্না।

৩। অতিরিক্ত জেলা প্রশাসক (শিÿা ও আই.সি.টি), কুমিলস্না।

৪। সভাপতি/সাধারণ সম্পাদক,প্রেস ক্লাব, কুমিলস্না (বিজ্ঞপ্তিটি জনস্বার্থে বহুল প্রচারের জন্য অনুরোধ করা হলো)।

৫। নোটিশ বোর্ড, উপ পরিচালকের কার্যালয়, কুমিলস্না।

৬। নোটিশ বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিলস্না।

৭। নোটিশ বোর্ড, কাউন্সিলর এর কার্যালয় (সকল), সিটি কর্পোরেশন, কুমিলস্না।

।নোটিশ বোর্ড, ইউনিয়ন পরিষদ (সকল), আদর্শ সদর, কুমিলস্না।

৯। অফিস কপি।

 

Attachments
Publish Date
07/03/2021
Archieve Date
31/03/2021