Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগত বার্তা

মহিলা বিষয়ক অধিদপ্তর , কুমিল্লা এর ওয়েবসাইদ্টে আপনাকে সুস্বাগতম। নাগরিক সেবা সহজ লভ্য করে তোলার অঙ্গিকারে বদ্ধ পরিকর মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা। কুমিল্লা জেলার সিটি কর্পোরেশন ও ১৭টি উপজেলার নাগরিকদের মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এই ওয়েব পোর্টাল তৈরীর মূল উদ্দেশ্য । এ ওয়েব পোর্টালের মাধ্যমে এই কার্যালয়ের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগনের জানার এবং তাদের গুরুত্বপূর্ন মতামত/ পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরাামর্শ আমাদের ওয়েব পোর্টালকে সমৃদ্ধ করতে সহায়ক হবে ।  

যোগাযোগের ঠিকানাউত্তর চর্থা,  এস বি আলী রোড,  হোচ্ছামিয়া হাই স্কুলের দক্ষিণ পার্শ্বে ও তালতলা ও চৌমুহনীর উত্তর পার্শ্বে অবস্থিত।



ছবি
শিরোনাম
র্জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণার্থীদের মাঝে মেশিন বিতরন
বিস্তারিত

২০২৪ সালের ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে ১০টি মেশিন বিতরন ।

ক্রমিক নং নাম ও ঠিকানা মন্তব্য
০১ ঊর্মি আক্তার মেহেরীন, পিতা: মিলন মিয়া, উত্তর চর্থা, কুমিল্লা
০২ হাসি আক্তার, পিতা: শামছু মিয়া, উত্তর চর্থা, কুমিল্লা
০৩ কুলসুম আক্তার, পিতা: বিল্লাল হোসেন, পাথুরিয়াপাড়া, কুমিল্লা
০৪ শা্রমিন আক্তার তান্নি , পিতা: মো: সিরাজুল ইসলাম,  নবাববাড়ী চৌমুহনী, কুমিল্লা
০৫ ফৌজিয়া  আফরিন, পিতা: মনির হোসেন,কালিয়াজুড়ি, কুমিল্লা
০৬ তানহা আক্তার, পিতা: জনি মিয়া, দক্ষিণ চর্থা থিরার পুকুরপাড়, কুমিল্লা
০৭ তাহমিনা ইসলাম ঝর্ণা, পিতা: তাজুল ইসলাম, মুন্সেফবাড়ী, কুমিল্লা
০৮ মোসা নাসরিন আক্তার, পিতা: নিজাম উদ্দিন, দক্ষিণ চর্থা, কুমিল্লা
০৯ মোসা: তাসলিমা আক্তার, পিতা: জব্বার আলী সরকার, উত্তর চর্থা, কুমিল্লা
১০ ফাতেহা মারজান, পিতা: মোশারফ হোসেন, ছোটরা,কুমিল্লা