Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগত বার্তা

মহিলা বিষয়ক অধিদপ্তর , কুমিল্লা এর ওয়েবসাইদ্টে আপনাকে সুস্বাগতম। নাগরিক সেবা সহজ লভ্য করে তোলার অঙ্গিকারে বদ্ধ পরিকর মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা। কুমিল্লা জেলার সিটি কর্পোরেশন ও ১৭টি উপজেলার নাগরিকদের মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এই ওয়েব পোর্টাল তৈরীর মূল উদ্দেশ্য । এ ওয়েব পোর্টালের মাধ্যমে এই কার্যালয়ের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগনের জানার এবং তাদের গুরুত্বপূর্ন মতামত/ পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরাামর্শ আমাদের ওয়েব পোর্টালকে সমৃদ্ধ করতে সহায়ক হবে ।  

যোগাযোগের ঠিকানাউত্তর চর্থা,  এস বি আলী রোড,  হোচ্ছামিয়া হাই স্কুলের দক্ষিণ পার্শ্বে ও তালতলা ও চৌমুহনীর উত্তর পার্শ্বে অবস্থিত।


ছেলে একুশ ,মেয়ে আঠারো; এর আগে বিয়ে নয় কারো । কোথাও কোান বাল্য বিবাহ হতে দেখলে তথ্য প্রমাণসহ কল করুণ টোল ফ্রি ১০৯ নম্বরে।


ভবিষ্যত পরিকল্পনা

 মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন  কুমিল্লা জেলার ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে- 

(১) তৃনমূল পর্যাযের দুস্থ ও অসহায় নারীদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা।

(২) জাতীয় নারী উন্নয়ন নীতিমালা-২০১১ আলোকে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ বাস্তবায়ন

(৩) বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।বাল্যবিবাহ নিরোধ কল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) অনুযায়ী এই জেলায় বাল্যবিবাহের হার কমিয়ে আনা ।

(৪) এস ডি জির আলোকে সকল ক্ষেত্রে প্রান্তিক নারীদের অংশগ্রহণের সুযোগ সৃস্টি করা।

(৫) নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

(৬) বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে  নারীদের স্বনির্ভর করা

(৭) মহিলা বিষয়ক অধিদপ্তরাধিন সকল অর্পিত সেবার ডাটা বেইজ তৈরি, 

(৮) অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জন সম্পদে রূপান্তরিত করতে সহায়তা প্রদান।

(৯) অফিস ব্যবস্থাপনায় আধুনিকায়ন।

(১০) দপ্তরিক সেবার মান বৃদ্ধিকরণ।

১১) কিশোর-কিশোরী স্থাপন প্রকপ্ল ও APC প্রকপ্লের মাধ্যমে কিশোর-কিশোরীদের প্রশিক্ষণের  মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করা  ও তাদের মাধ্যমে সমাজের ইতি বাচক পরিবর্তন আনা।