Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগত বার্তা

মহিলা বিষয়ক অধিদপ্তর , কুমিল্লা এর ওয়েবসাইদ্টে আপনাকে সুস্বাগতম। নাগরিক সেবা সহজ লভ্য করে তোলার অঙ্গিকারে বদ্ধ পরিকর মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা। কুমিল্লা জেলার সিটি কর্পোরেশন ও ১৭টি উপজেলার নাগরিকদের মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এই ওয়েব পোর্টাল তৈরীর মূল উদ্দেশ্য । এ ওয়েব পোর্টালের মাধ্যমে এই কার্যালয়ের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগনের জানার এবং তাদের গুরুত্বপূর্ন মতামত/ পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরাামর্শ আমাদের ওয়েব পোর্টালকে সমৃদ্ধ করতে সহায়ক হবে ।  

যোগাযোগের ঠিকানাউত্তর চর্থা,  এস বি আলী রোড,  হোচ্ছামিয়া হাই স্কুলের দক্ষিণ পার্শ্বে ও তালতলা ও চৌমুহনীর উত্তর পার্শ্বে অবস্থিত।



প্রকল্প

 


নাম

কার্যক্রম

১। দরিদ্র মা’র জন্য মাতৃত্ব ভাতা কার্যক্রম

কুমিল্লা জেলার ১৬টি উপজেলায় প্রতিটি ইউনিয়নে ১৮ জন করে ভাতা ভোগীকে প্রতি মাসে ৩৫০/- করে বছর মেয়াদে ভাতা প্রদান করা হয়।

২। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল

কুমিল্লা জেলার কুমিল্লা পৌরসভায় ৮০০ জন ভাতাভোগীকে প্রতি মাসে ৩৫০/- করে বছর মেয়াদে ভাতা প্রদান করা হয়।

৩। WTC প্রকল্প

৩বছর মেয়াদে ৫টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রম হলো :  (১) সূচী শিল্প (২) আধুনিক দর্জি বিদ্যা (৩) ব্লক বাটিক (৪) বিউটি ফিকেশন (৫) নার্সারী। ৫টি ব্যাচে ১০ জন করে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।

৪। নারী সহায়তা কেন্দ্র

নির্যাতিত দুঃস্থ মহিলাদের সাময়িক আশ্রয় প্রদান করা হয়। সেখানে তাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা আইনগত সেবা প্রদান করা হয়।

১। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রকল্পের ভাতাভোগীর সংখ্যা ৪৭৬ জন বৃদ্ধি পেয়ে বর্তমান ভাতাভোগীর সংখ্যা ৩,৬৯৮ জন উন্নীত করা হয়েছে।

২। কর্মজীবি ল্যকটেটিং মাদার সহায়তা তহবিল প্রকল্পে ৮০০ জন ভাতভোগীর ০৬ মাসের অর্থাৎ জানু-জুন/১২ মাসে ১৬,৮০,০০০/- টাকার বরাদ্দ পাওয়া গিয়াছে। বিতরন প্রক্রিয়া চলমান রয়েছে।

৩। ভিজিডি কার্যক্রমে মোট ১৩,৪২৫ জন ভাতাভোগীর জন ৮৪৫৭.৭৫ মে.টন গম বরাদ্দ পাওয়া গিয়েছে।

৪। W.T.Cপ্রশিক্ষণ প্রকল্পে ৩ মাস পর পর ৪টি ব্যাচে  ১০ জন  করে ৫টি ট্রেডে সূচী শিল্প, আধূনিক দর্জি বিজ্ঞান, ব্লক-বাটিক, বিউটিফিকেশন  কম্পিউটার ] মোট ২০০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

৫। মহিলা সহায়তা কেন্দ্র ]ঃ খাদ্য সহায়তা প্রদান ৫৭ জন ২৬ জন শিশুসহ। আশ্রয় সহায়তা প্রদান ৫৭ জন[২৬ জন শিশু সহ]। চিকিৎসা সহায়তা প্রদান ৬০জন[ ২৫জন শিশু সহ]। মনোসামাজিক পরামর্শ প্রদান ২২৯ জন। বয়স্ক ও শিশু শিক্ষা প্রদান ৫০ জন। কারিগরী প্রশিক্ষণ প্রদান৩১ জন। কোর্টে মামলা দায়ের ০৮টি। মোহরানা আদায়২১ জনের নগদ=৩৩,৯৫,০০০/= টাকা।

৬।ক্ষুদ্র ঋণ ঃ  প্রাপ্ত টাকা =১,৪১,১৫,০০০/=(এক কোটি একচল্লিশ লক্ষ পনের হাজার ) টাকা।

                          ক্রমপুজ্ঝিত টাকা=৩,১৫,৮৮,২০০/=(তিন কোটি পনের লক্ষ আটাশি হাজার দুই শত )টাকা।

                        বিতরন= ৩৭৩৭  জন।

০৭। সমিতি-২৮৬ টিুসক্রিয়১৭০ টি