Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগত বার্তা

মহিলা বিষয়ক অধিদপ্তর , কুমিল্লা এর ওয়েবসাইদ্টে আপনাকে সুস্বাগতম। নাগরিক সেবা সহজ লভ্য করে তোলার অঙ্গিকারে বদ্ধ পরিকর মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা। কুমিল্লা জেলার সিটি কর্পোরেশন ও ১৭টি উপজেলার নাগরিকদের মহিলা বিষয়ক অধিদপ্তর, কুমিল্লা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অনলাইনে প্রদানই এই ওয়েব পোর্টাল তৈরীর মূল উদ্দেশ্য । এ ওয়েব পোর্টালের মাধ্যমে এই কার্যালয়ের সেবা ও কার্যক্রম সম্পর্কে জনগনের জানার এবং তাদের গুরুত্বপূর্ন মতামত/ পরামর্শ প্রদান করার সুযোগ সৃষ্টি হয়েছে। আপনার মূল্যবান মতামত এবং সুচিন্তিত পরাামর্শ আমাদের ওয়েব পোর্টালকে সমৃদ্ধ করতে সহায়ক হবে ।  

যোগাযোগের ঠিকানাউত্তর চর্থা,  এস বি আলী রোড,  হোচ্ছামিয়া হাই স্কুলের দক্ষিণ পার্শ্বে ও তালতলা ও চৌমুহনীর উত্তর পার্শ্বে অবস্থিত।


ছেলে একুশ ,মেয়ে আঠারো; এর আগে বিয়ে নয় কারো । কোথাও কোান বাল্য বিবাহ হতে দেখলে তথ্য প্রমাণসহ কল করুণ টোল ফ্রি ১০৯ নম্বরে।


শিরোনাম
কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সাবেক অফিস সহায়ক মরহুম মো: আবদুছ সাত্তার এর জিপিএফ এর চূড়ান্ত মঞ্জুরী প্রদান ।
ডাউনলোড
প্রকাশের তারিখ
12/04/2022
আর্কাইভ তারিখ
30/06/2022